Skh Sourav halder wkidata

Wkidata Name:SKH Sourav Haldar Birth: 1 February 2012 (Age 17) Shobhana Union, Khulna Name in real life:Sourav halder Nationality:Bangladeshi Country:Bangladesh Current location:Khulna, Language: *Main - Mother Language Bengali, 2nd- English *Time zone UCTC-1 *Current time *The current time for UTC-1: 1 is 4:00 Height:5 8 ’’ Blood type:A Positive Education and employment Career:Author-poet Education:Dumuria College Hobbies, likes and beliefs hobby:Bengali Wikipedia and poetry writing Religion:Hindu Movie:Devdas Book:Sourav Interest:Writing poet Writing articles,

Wednesday, July 31, 2019

ফনি


ফনি
এসকেএইচ সৌরভ হালদার

আসিবো হঠাত না জানিয়ে,না বলে।
ভেঙ্গে চুরে চুরমার করে দেবো,
এটাই হবে আমার আঘাত?
কেপে যাবে বিশ্ব,সৃষ্টি হবে ভূমিকম্প
চমকে যাবে বিদ্যুৎ,প্রচন্ড বেগে আসিবে বাতাস।
তবেই না আমার নাম হবে ফনি
চলবো তান্ডবে,ঘুরবো অজানা পথে
শুধু প্রতিক্ষাই থাকবে।

অপেক্ষা করো আসিবো তোমার দূয়ারে
যে ডাকিনি কখনো সৃষ্টিকর্তকে
সে ডাকিবে বার বার আল্লা - ইশ্বর বলে
ডকিবে সে বুদ্ধ - যিশুকে
কোথাই ছিলে এতোদিন?
আসিলো বিপদ!তবেই কি ডাক হলো?
ছাড়বো না কাউকে
সমুদ্রের তল দেশ থেকে আসছি আমি
প্রতিক্ষাই থেকো।

হয়নি যা গত তিতাল্লিশ বছরে,
তা হবে এখন উনিশে।
শুধু একটা সময়,
ঘন্টাই চলিবো অজনা গতিতে।
যাবে দিন,বাড়বে গতি
তবেই তো হবে আমার নাম ফনি।

কবি ও কবিতার প্রেম


কবি ও কবিতার প্রেম

এসকেএইচ সৌরভ হালদার

হাজারো কবিতা লিখবো
তোমকে নিয়ে।
ভুলিবো না এ জীবনে,
প্রকৃতির মতো ভালোবাসব।
সমুদ্রের দিকে তাকিয়ে থাকবো
তোমাকে নিয়।
ভালোবেসে হারিয়ে যাবো ,
গঙ্গার বুকে ঢেউ খেলা ঐ
স্রোতের উপর।
গানে গানে সুরে হারিয়ে যাবো,
অজনা এক কল্পনার রাজ্যে
শুধু কবিতাই লিখিবো
তোমার আর আমারি নামে।
হাজার কবিতার ছন্দ
রচিত করিবো এ মনে।
ভালোবেসে হারিয়ে যাবো
অজনা দুনিয়াই।
তোমারি জন্য লিখিব কবিতা
এ্রক বুক ভালোবাসা নিয়ে।
চিঠি দিয়ে নয়,গান দিয়ে নয়
তোমারি লিখিব কবিতার ছন্দে।

Tuesday, July 9, 2019

এ কেমন ভালোবাসা কবিতা এসকেএইচ সৌরভ হালদার



এ কেমন ভালোবাসা
এসকেএইচ সৌরভ হালদার

এ কেমন ভালোবাসা
যখন তুমি কান্না করো
আকাশ জুড়ে বৃষ্টি ঝরে
কথা নয় নিরবতাই প্রকাশ করো
প্রস্তর এর শিখাখন্ডন,
পরিতাপের ক্রন্দন।

ললাট জুড়ু আছে লেখা
তোমার এই নিয়তির খেলা
অম্বর জুড়ে প্রতিক্ষা করো
আসবো আমি অভিলাষ হয়ে,
শঙ্কিত এ মনে,তোমার ক্ষনে।


২৭*০৫*২০১৯

হৃদয় কবিতা এসকেএইচ সৌরভ হালদার




হৃদয়
এসকেএইচ সৌরভ হালদার

হৃদয়ে আজ ঢেউ দিয়েছে
খুজে না পাই কূল
সৌরভের প্রান কাদিয়ে তোলে
ভিজে বনের ফুল
আধার রাতে প্রহর গুলি
কোন সুরে আজ
ভরিয়ে তুলি
কোন ভুলে আজ
সকল ভুলে,আছি আকুল হয়ে।

12/12/18








প্রেম কবিতা এসকেএইচ সৌরভ হালদার


প্রেম

এসকেএইচ সৌরভ হালদার



কোথাই লাগি তোমার প্রেম
তাহা আমি বুঝি নাই
দিশে হারা এই মন
শুধু তোমাকে চায়
কেন তুমি বুঝ না,
উদাস মনের ভালোবাসা।
তোমাকে ছাড়া এ জীবন বৃথা
প্রতিটা মুহুর্ত চায়
তোমার পাশে,
কাটে না যে সময়
তোমাকে ছাড়া।


11/12/18

নিরবে ভাবি কবিতা এসকেএইচ সৌরভ হালদার



নিরবে ভাবি
এসকেএইচ সৌরভ হালদার

নিমিতোরচনে মনে পড়ে 
তাহার কথা।
নিরবে ভাবি মোর
আশা ছিল।
সুরলতা হবে জীবনের ভালোবাসা
তাহার সাথে দেখা যেন,
সকালের সূর্য দ্বয়ের ভাগ্যে পাওয়া
উদিত আলো।
নিরবে ভাবি কেমনে করবো 
তাহার সঙ্গে ভালোবাসা।

05.07.18

বনলতা সেন কবিতা এসকেএইচ সৌরভ হালদার



বনলতা সেন
এসকেএইচ সৌরভ হালদার

মিষ্টি প্রেমে গল্পে ভরা
হৃদয় দিয়ে গড়ে তোলা,
ভালোবাসার মন ভরা 
বনলতা সেন।

নীল আকাশের তারা তুমি
ভুলিবো কেমনে তোমার মনি
শিশির ভেজা ঘাসের উপর,
বনলতার পায়ের ছোয়া।

সকালের মিষ্টি কুয়াসা,
ঘাসকে যেন দোলা দিয়ে যায়
বনলতার ভালোবাসা।



২০১৭ সালে লেখা

বৃদ্ধাশ্রম কবিতা এসকেএইচ সৌরভ হালদার



বৃদ্ধাশ্রম 
এসকেএইচ সৌরভ হালদার 

ছোট থেকে বড় করেছে আমি
যতোটুকু সম্ভব পূরণ করেছি ইচ্ছা, 
কখনো দেয়নি বাঁধা ? 
ছেলেবেলায় তার সাথে খেলেছি 
কত খেলা কত হেসেছি !
আজ হাসি পায় না 
খেলতে ইচ্ছে করেনা! 
ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার 
দেখা হলে চিনতে পারে না ওরি বাবা মার, 
কত কষ্ট কত বেদনা ,চোখের জল যেন ঝরে না
তাই বুঝি আজ আমার ঠিকানা হয়েছে এই বৃদ্ধাশ্রম। 

১৬/০৬/১৯

বটবৃক্ষ কবিতা এসকেএইচ সৌরভ হালদার



বটবৃক্ষ
এসকেএইচ সৌরভ হালদার

বৃহাদাকার বৃক্ষ তুমি, 
জমিনের মাঝে আছো যে তুমি 
সরু সরু ঝুরি বাতাসে দোলে 
পরে মাটিতে প্রেরিত হলে। 
স্তম্বমূলের মাটির উপারাংশ,
পরিবর্তন হয় তবে বিটপে। 

কচি পাতা তামাটে, 
স্থান কাল পত্রভেদে
ভিন্ন একাধারে বৈশিষ্ট তোমার
বটের পাতা হয় একান্তর
ডিম্বা কৃত মসৃন ও উজ্জ্বল।


পাংশুটে হলুদ হয় বটের কুড়ি,
তখনি পড়ে পাতার ঝুড়ি 
বসন্ত,শৎরত আসে যখন।
নতুবা পাতা গজে তখন। 
তিন ঋতুর পরিবর্তে, 
ফল পেকে যাই মুহুর্তে।
গ্রীষ্ম,বর্ষা,শীত 
তাহারিই নাম। 

বহুগুনাগুন তোমার 
বেচে আছো অনন্তকাল 
পাঁচ-ছয় শত বছর। 
এ যে তোমার আয়ুষকাল, 
বটবৃক্ষ তোমারি নাম 
বহুবর্ষ জীবী বেচে আছো চিরোকাল। 


এসকেএইচ সৌরভ হালদার 
শোভনা,ডুমুরিয়া,খুলনা